আজকের শিরোনাম :

ব্রাজিলে বন্যায় ১২ জনের প্রাণহানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৫:৫০

ব্রাজিলের বাণিজ্যিক নগরী সাও পাওলোতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গতরাতে ১২ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছে। সোমবার দেশটির দমকল কর্মীরা এ কথা জানান।

দেশটির সবচেয়ে ঘনজনবসতিপূর্ণ রিবেরাও পিরেস শহরে এই প্রাকৃতিক দুর্যোগে একই পরিবারের ৪ সদস্য মারা গেছে ও আরও ২ জন আহত হয়েছে। মধ্যরাতের দিকে একটি বাড়ি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এম্বু ডাস আর্টেসে অপর এক ভূমিধসের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া সাও কাইতানো ডু সুলে পানিতে ডুবে তিনজন, সাও পাউলোতে একজন, পার্শ্ববর্তী সান্তো আন্দ্রেতে দুইজন ও বাণিজ্যিক নগরী সাও বার্নার্ডো ডো কাম্পোতে একজন মারা গেছে।

দমকল কর্মীরা সাও পাওলোতে কাদামাটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। ব্রাজিলের সবচেয়ে বড় ও বাণিজ্যিক নগরীটিতে ২ কোটির বেশি মানুষের বাস।

সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর কোন কোন স্থানে ভূমিধসের সৃষ্টি হয়েছে।

গভর্নর জোয়াও দোরিয়া বাসিন্দাদের তাদের যথা সম্ভব বাড়িতে অবস্থান করতে বলেছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ