আজকের শিরোনাম :

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১১:১৯

স্যাটেলাইট থেকে তোলা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াংয়ের আশপাশের কিছু ছবি দেখে মনে হচ্ছে দেশটি হয়তো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।

সানুমডং নামে পরিচিত একটি স্থাপনার কাছে গত কয়েকদিন ধরে তৎপরতা বেড়ে যেতেও দেখা গেছে, যেখানে উত্তর কোরিয়া তার বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট জড়ো করেছে।

উত্তর কোরিয়ায় রকেট নিক্ষেপের মূল স্থানটি পুনর্নির্মাণ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুটো গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কথা বলার পরই অস্ত্র বিশেষজ্ঞরা এসব কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, যে স্থাপনায় দেশটি সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ করেছে, তাকে কেন্দ্র করে তৎপরতাও বেড়ে গেছে।

রাজধানী পিয়ংইয়াংয়ের কাছে এই স্থাপনাটি সানুমডং নামে পরিচিত।

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে, এই স্থাপনাটির আশপাশে বড় বড় যান চলাচল করছে।

এর আগেও এ রকম পরিস্থিতিতে বোঝা গেছে যে, দেশটি উৎক্ষেপণের জন্যে সেখানে ক্ষেপণাস্ত্র কিংবা রকেট জড়ো করছে।

সিউল থেকে বিবিসির সংবাদদাতা লরা বিকার বলছেন, রকেট নিক্ষেপের জন্য উত্তর কোরিয়ার প্রধান যে স্থাপনা সেটিও নতুন করে পুনর্গঠন করা হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করেছেন।

বলা হচ্ছে, যে কোনো সময়ে এখান থেকে পরীক্ষামূলকভাবে রকেট কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে।

তবে বিশ্লেষকরা বলছেন, তারা ধারণা করছেন যে এ মুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, বরং উপগ্রহ উৎক্ষেপণের জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে, তার পরও এটা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের প্রতিশ্রুতির লঙ্ঘন।

গত সপ্তাহে এই দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকও ব্যর্থ হয়েছে।

তবে উত্তর কোরিয়ার জনগণকে এই খবরটি বহু পরে দেওয়া হয়েছে যে ওই বৈঠকে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়া কোনো ধরনের পরমাণু কিংবা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে বিরত রয়েছে।
খবর বিবিসি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ