আজকের শিরোনাম :

নিকারাগুয়ায় সরকার সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে নিহত ৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০১৮, ১৫:৪৯

ঢাকা, ৩১ মে, এবিনিউজ : নিকারাগুয়ায় বুধবার সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। গত মাস থেকে শুরু হওয়া সংঘর্ষ ও সহিংসতার এটি সর্বশেষ ঘটনা। 

পুলিশ ও বিরোধী দলের সমর্থকরা এ কথা জানান।

সহিংসতায় ২০ জনেরও বেশি লোক আহত এবং বিরোধী দলীয় সংবাদপত্রের দুটি আউটলেটে হামলা চালানো হয়েছে। 

পুলিশের উপপরিচালক ফ্রান্সিসকো দিয়াজ বলেন, রাজধানী মানাগুয়ায় সরকারের সমর্থনে আয়োজিত জনসভায় যারা অংশ নিয়েছেন তাদের ওপর আগ্নেয়াস্ত্র ও গোলা হামলা চালানো হয়। এতে ৫ পুলিশসহ ১২ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন সান্দিনিসতা পার্টির যুব শাখার আহত ১২ সদস্যের মধ্যে দুজন পরে মারা যায়।

নিকারাগুয়ান হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় এস্টেলি এলাকায় সংঘর্ষে দুজন নিহত ও ১২ জন আহত হয়েছে। সরকার সমর্থকরা মানাগুয়ার একটি সমাবেশে হামলা চালালে একজন নিহত হয়। 

সহিংসতায় সন্তানহারা মায়েদের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ