আজকের শিরোনাম :

তুরস্কের ৮ কোটি মানুষকে রক্ষার জন্য এস-৪০০ কেনা অপরিহার্য: প্রতিরক্ষামন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০১:০৮

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশের জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা অপরিহার্য হয়ে উঠেছে। দেশটির ৮ কোটি ২০ লাখ মানুষকে রক্ষার জন্য এ ব্যবস্থা কেনা অপরিহার্য হয়ে উঠেছে বলেও জানান তিনি।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আন্দালুকে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, অক্টোবর মাস থেকে এস-৪০০ ব্যবস্থা মোতায়েন শুরু করবে তুরস্ক। এস-৪০০ কোথায় বসানো হবে তা তুর্কি বিমান বাহিনী খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার কাজে এগিয়ে চলেছে ন্যাটোদেশ তুরস্ক। বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঙ্কারা কোনো অবস্থায়ই এস-৪০০ কেনার চুক্তি বাতিল করবে না। এ ছাড়া, এস-৫০০ কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ