আজকের শিরোনাম :

তেল ট্যাংকারে জলদস্যুদের হামলা ব্যর্থ করেছে ইরান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০০:৪২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি তেল ট্যাংকারে জলদস্যুদের হামলা নস্যাৎ করেছে ইরানি নৌবাহিনী। এডেন উপসাগরে জলদস্যুরা এ হামলা চালায়।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ১১টি স্পিডবোটে করে দস্যুরা বাবুল মান্দেব প্রণালীতে ইরানি তেল ট্যাংকারে হামলা চালায়। তেল ট্যাংকারে দেড় লাখ টনের বেশি তেল ছিল। তবে ওই এলাকায় আন্তর্জাতিক মিশনে থাকা ইরানি নৌবাহিনীর কমান্ডোরা হামলা ব্যর্থ করে দেন।

গত ২৩ জানুয়ারি ইরানের ৬০তম নৌবহর আন্তর্জাতিক মিশনে বের হয়। এ বহরে রয়েছে বায়ান্দর ডেস্ট্রয়ার, বুশেহর লজিস্টিক ভ্যাসেল এবং লাভান লজিস্টিক ওয়ারশিপ। আন্তর্জাতিক পানিসীমায় ইরানি নৌবাহিনীর উপস্থিতি এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইসলামি প্রজাতন্ত্র তার নৌবহরগুলো আন্তর্জাতিক মিশনে পাঠায়।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পানিসীমায় ইরান তার সামরিক উপস্থিতি জোরদার করেছে। জলদস্যুদের হাত থেকে দেশ-বিদেশী বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দেয়াই এসব মিশনের মূল লক্ষ্য।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ