আজকের শিরোনাম :

দুর্লভ নথিতে আইনস্টাইন সম্পর্কে নতুন তথ্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ১৪:৫৫

আলবার্ট আইনস্টাইনের শতাধিক নতুন পাণ্ডুলিপি প্রকাশ করেছে জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়। এগুলোর অধিকাংশই আগে কখনো দেখা যায়নি।

বিখ্যাত এই বিজ্ঞানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১১০টির বেশি পাণ্ডুলিপি প্রদর্শনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়টি।

এই সংগ্রহের মধ্যে নোবেলজয়ী এই বিজ্ঞানীর এমন কাজও রয়েছে যা আগে কখনো প্রকাশ করা হয়নি বা যা নিয়ে আগে কখনো গবেষণা হয়নি।

নর্থ ক্যারোলাইনার এক লোকের ব্যক্তিগত সংগ্রহ থেকে এগুলো ক্রয় করা হয়েছে। আবার ক্রাউন-গডম্যান ফ্যামিলি ফাউন্ডেশনও কিছু সরবরাহ করেছে।

এই পাণ্ডুলিপির মধ্যে ইউনিফাইড তত্ত্ব নিয়ে আইনস্টাইনের প্রবন্ধটির পরিশিষ্টও রয়েছে, যেটি ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। তিনি শক্তির প্রকৃতি নিরুপণ করতে সব ধারণাগুলোকে একটি তত্ত্বের আওতায় নিয়ে ব্যাখ্যা করতে তিন দশক কাটিয়ে দিয়েছিলেন।

এর আগে তার লেখার পরিশিষ্ট অংশটি হারিয়ে গিয়েছে বলে ধরে নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।

আইনস্টাইন তার সহকর্মী বিজ্ঞানী মিশেল বেসোর কাছে লেখা একটি বার্তায় স্বীকার করেছেন যে ৫০ বছর সাধনা করেও তিনি আলোর কোয়ন্টামের ধরণ বুঝতে পারেননি।

এ ছাড়া জার্মানির নাৎসি বাহিনীর উত্থান নিয়েও আইনস্টাইন একটি চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন- এমন প্রমাণ মিলছে ওই সংগ্রহ থেকে।

১৯৩৫ সালে তার ছেলে হ্যানস আলবার্টকে লেখা এক চিঠিতে বলছেন, ‘এমনকি জার্মানিতেও আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়েছে। তবে শুধু আশা করছি যে ইউরোপে যেন কোনো যুদ্ধ না বাধে।’

আইনস্টাইনের মেডেল, ডিপ্লোমার কাগজপত্র এবং ছবিসহ ৮০ হাজার জিনিসের একটি আর্কাইভও রয়েছে এই সংগ্রহশালায়।

আর্কাইভের অ্যাকাডেমিক পরিচালক হ্যানচ গুটফ্রেন্ড বলেন, আলবার্ট আইনস্টাইনের ইচ্ছা অনুযায়ী তার বুদ্ধিবৃত্তিক দর্শনকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য কাজ করতে পেরে আমরা, হিব্রু বিশ্ববিদ্যালয়, গর্বিত।

ধর্ম নিয়ে আইনস্টাইনের যুক্তিতর্ক বিষয়ক একটি চিঠি ২০১৭ সালে প্রায় ২.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
খবর বিবিসি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ