আজকের শিরোনাম :

পদার্থ বিদ্যায় নোবেল বিজয়ী আলফেরভ আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ১১:০৮

পদার্থ বিদ্যায় নোবেল বিজয়ী রুশ বিজ্ঞানী ঝোরেস আলফেরভ মারা গেছেন। সেমি-কনডাক্টর ও লেজার প্রযুক্তির জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি রবিবার ৮৮ বছর বয়সে মারা গেছেন। 

আলফেরভ ২০০০ সালে নোবেল পুরস্কার পান। ১৯৯০ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার পরে তিনি প্রথম রুশ নাগরিক যিনি নোবেল পুরষ্কার পান। সোভিয়েত পরবর্তী এ পুরষ্কার বিজয় রুশ বিজ্ঞানীদের জন্য একটা আশার সঞ্চার।

এই পদার্থ বিজ্ঞানী সংসদে নিম্নকক্ষের কমিউনিস্ট ডেপুটি ছিলেন। স্যাটেলাইট থেকে শুরু করে মোবাইল ফোন, এমন কি বারকোডেও যে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, আলফেরভ সেই প্রযুক্তিক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তিনি জার্মান বংশদ্ভুত হার্বার্ট ক্রোয়েমার ও যুক্তরাষ্ট্রের জ্যাক কিলবির সঙ্গে যুগপৎ এই পুরস্কার পান।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ