আজকের শিরোনাম :

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ১১:০০

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য ও এক বেসামরিক নিহত হয়েছেন।

রবিবার রাজ্যের কুপওয়ারা জেলার হানদ্বারা শহরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

নিহতদের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য ও রাজ্য পুলিশের দুই সদস্য রয়েছেন।

বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছেন এমন একটি বসতবাড়িকে নিরাপত্তা বাহিনী লক্ষ্যস্থল করার পর গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

কুপওয়ারায় এ নিয়ে তৃতীয় দিনের মতো বিচ্ছিন্নতাবাদী অভিযান চলছিল।

ওই ভবনে ঠিক কতজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বা লুকিয়ে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। রাতে গোলাগুলি থেমে যাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করা হয়ে এবং তা অব্যাহত আছে বলে জানিয়েছে তারা।

এর আগে গত শুক্রবার কুপওয়ারায় ভারতীয় সেনাবাহিনী জানায়, একই স্থানে লুকিয়ে থাকা দুজন সন্ত্রাসী অভিযানে নিহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর চার সদস্যও নিহত হন। এক সন্ত্রাসী মৃতের ভঙ্গিতে পড়ে থাকা অবস্থায় হঠাৎ করে বন্দুক নিয়ে গুলি শুরু করলে শুক্রবার ওই ৪ নিরাপত্তা সদস্য নিহত হন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ