আজকের শিরোনাম :

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে সফরে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ১০:২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এ মাসে যুক্তরাষ্ট্র, চিলি ও ইসরায়েল সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর দেশ ৩টিতে এটি হবে তার প্রথম সফর। এটি ডানপন্থি এ নেতার বন্ধুত্ব জোরদারের একটি স্পষ্ট ইঙ্গিত। শুক্রবার সরকারি সূত্র এ কথা জানায়। 

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাউজোর বরাত দিয়ে সরকারি মালিকানাধীন সংবাদমাধ্যম আজেনিসিয়া ব্রাসিল জানায়, গত পহেলা জানুয়ারি দেশের দায়িত্ব গ্রহণ করা সেনাবাহিনীর সাবেক এ ক্যাপ্টেন ১৮ থেকে ২২ মার্চ যুক্তরাষ্ট্র এবং ২৩ মার্চ চিলি সফর করবেন।

আরাউজো আরও জানান, মার্চের শেষদিন বোলসোনারো ইসরায়েল সফরে যাবেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেন, ব্রাজিলের এ নেতা ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ব্রাজিল সফর করবেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে বোলসোনারোর এটি হবে তার প্রথম সরকারি সফর।

জানুয়ারিতে তিনি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে যেতে চান।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ