আজকের শিরোনাম :

পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ১৯:০৬ | আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৯:৩৯

ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। সেখানে মেডিকেল চেকআপ করা হয় তাকে।

এরপর পাকিস্তানি রেঞ্জার্সের ‘বিটিং দ্য রিট্রিট’-এর পরই ভারতের হাতে তুলে দেওয়া হয় অভিনন্দনকে। কিছুক্ষণের মধ্যেই তাকে ভারতে নিয়ে আসা হবে।

এ দিন সকালে ইসলামাবাদ থেকে সড়ক পথে তাকে লাহোর নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে নিয়ে আসা হয় ওয়াঘা-আতারি সীমান্তে।

অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন ভারতীয় সেনা ও এয়ারফোর্সের শীর্ষ কর্মকর্তারা। আর ছেলেকে গ্রহণ করতে সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। অভিনন্দনকে স্বাগত জানাতে সকাল থেকে ওয়াঘা-আতারি সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ