আজকের শিরোনাম :

দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহার করবেন না ট্রাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৯

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনা কমানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার আগেই ট্রাম্প এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করলেন।

গতকাল (শুক্রবার) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে সেনা প্রত্যাহার প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিষয়টি তার টেবিলে নেই। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে ২৫ হাজার সেনা মোতায়েন রয়েছে।

আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ও কিম জং উন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠকে বসবেন। মার্কিন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারাও বৃহস্পতিবার বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আসন্ন এ বৈঠকে আলোচনা হবে না বরং দু পক্ষ কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে অভিন্ন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে।

গত জুন মাসে কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন বাহিনী যৌথ মহড়া বাতিল করবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ