আজকের শিরোনাম :

কেবলমাত্র আনাড়ি লোকেরাই যুদ্ধের কথা বলছে: মেহবুবা মুফতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, কেবলমাত্র অশিক্ষিত লোকেরাই যুদ্ধের কথা বলছে। কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির পর মেহবুবা আজ (বুধবার) ওই মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘উভয় দেশ পারমাণবিক শক্তিধর এবং তাদের সংলাপের বিকল্প রয়েছে। আমি মনে করি না যে যুদ্ধের কোনো প্রশ্ন আছে।’

মেহবুবা এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি সুযোগ দেয়ার সাফাই দিয়ে বলেন, এটা সত্য যে পাঠানকোট বা মুম্বাই হামলা যাই হোক না কেন, তার প্রমাণ ওদেরকে দেয়া হয়েছে কিন্তু ওরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ইমরান খান নয়া প্রধানমন্ত্রী এবং তিনি নতুন করে শুরুর বিষয়ে কথা বলছেন, সেজন্য তার একটি সুযোগ দেয়া উচিত। তাকে আমাদের প্রমাণ দেয়া উচিত এবং দেখা উচিত যে উনি কী কাজ করেন।’

ওই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং, পিডিপি নেত্রী মেহবুবা মুফতির সমালোচনা করে বলেছেন, আমি কেবল এটুকুই বলতে চাই যে, পাকিস্তান প্রেম ছেড়ে দিন। ভারতের খেয়ে ভারতের হয়ে কথা বলুন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ