আজকের শিরোনাম :

আটক হামাস সদস্যরা বিশ্বকাপ দেখার অনুমতি পাবে না?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ২০:২৮

ঢাকা, ২৮ মে, এবিনিউজ : ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যদেরকে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন অবৈধ এ রাষ্ট্রের জন নিরাপত্তামন্ত্রী গিলাদ এরদান।

তিনি বলেন, "যখন গাজা উপত্যকায় আমাদের অপহৃত নাগরিকসহ ইসরাইলি সৈনদের লাশ আটক রয়েছে তখন আমাদের জেলখানায় আটক হামাস সদস্যদের আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে অনুমতি দেয়ার কোনো ইচ্ছা নেই।"

তিনি তার ভাষায় বলেন, "বিশ্বের নানা শ্রেনীর মানুষকে একত্রিত করার লক্ষ্যে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্রিড়াগুলোতে এমন কোনো ব্যক্তি অংশ নিতে পারে না যিনি নিজেকে জাতিগুলো থেকে বিচ্ছিন্ন ভাবেন।"

তিনি আরো বলেন, আমরা হামাস সদস্যদের প্রতি কড়া নীতি প্রয়োগ করা অব্যাহত রাখব এবং অন্যান্য সংগঠনের সদস্যদের ক্ষেত্রেও পরিস্থিতি আরো কঠিন করা হবে।     

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি কারাগারে ৭ হাজার ফিলিস্তিনি বন্দী আটক আছে। এদের মধ্যে আটক কয়েকশত হামাস সদস্য তথাকথিত প্রশাসনিক ডিটেনশনে আটক হয়েছে। এই আইনের আওতায় ইসরাইলি কর্তৃপক্ষ কোনো অভিযোগ ছাড়া ছয় মাসের জন্য শুধু সন্দেহভাজন হিসেবে আটক করতে পারে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ