আজকের শিরোনাম :

জিবুতি উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ১৩০, ৫ জনের প্রাণহানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪১

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে অতিরিক্ত যাত্রীবাহী দু’টি নৌকা ডুবে গেছে। এতে অন্তত পাঁচ অভিবাসন প্রত্যাশী মারা গেছে। এছাড়া ১৩০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইওএম জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, জিবুতির উত্তর-পূর্বের ম্যানগ্রোভ এলাকার গোদোরিয়া উপকূলে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকা দু’টি ডুবে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়দের থেকে বিষয়টি জানার পর মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা কবলিত এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। তারা সেখানে অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া পাঁচটি মরদেহ উদ্ধার করে তারা। এর মধ্যে তিনজন নারী এবং দুজন পুরুষ।

নিখোঁজ ব্যক্তিদে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড সদস্যরা।  আইওএমের মুখপাত্র জোয়েল মিলম্যান বলেন, দু’টি নৌকা ইয়েমেনের দিকে যাচ্ছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ