আজকের শিরোনাম :

ইয়েমেন মিশনের নতুন প্রধানের প্রতি নিরাপত্তা পরিষদের সমর্থন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:৫৭

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ইউএন পর্যবেক্ষণ মিশনের প্রধান হিসেবে ডেনমার্কের সাবেক জেনারেল মিখায়েল লোলেসগার্ডের নিয়োগের প্রতি বুধবার সমর্থন জানিয়েছে। কূটনীতিকরা এ কথা জানান। 

লোলেসগার্ড ডাচ জেনারেল প্যাট্রিক কামায়ের্টের স্থলাভিষিক্ত হবেন। মাত্র এক মাস আগে ইয়েমেন মিশনের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছিল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সোমবার পাঠানো এক পত্রে পরিষদকে বলেছিলেন যে তিনি লোলেসগার্ডকে নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছেন। ফলে তাকে এ পদে নিয়োগ দেয়ার ব্যাপারে কোন আপত্তি থাকলে পরিষদকে তা ৪৮ ঘণ্টার মধ্যে উত্থাপন করতে হবে।

কূটনীতিকরা জানান, নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তার নিয়োগের ব্যাপারে কোন আপত্তি জানানো হয়নি।

লোলেসগার্ড ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মালিতে (এমআইএনইউএসএমএ) জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডের দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১৭ সালে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে ডেনমার্কের সামরিক প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ