আজকের শিরোনাম :

সৌদি আরবে বন্যায় ১২ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১২:৩৪

সৌদি আরবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের জর্ডানসংলগ্ন সীমান্তের বিভিন্ন অংশ ভারী বর্ষণে বেশি আক্রান্ত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা এসপিএ বুধবার (৩০ জানুয়ারি) জানিয়েছে, বন্যায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরেই প্রাণ হারিয়েছেন ১০ জন। এ ছাড়া পবিত্র শহর মদিনায় একজন ও উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চলগুলোয় একজন মারা গেছেন।

এদিকে এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রোববার (২৭ জানুয়ারি) থেকে বুধবার পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে সব মিলিয়ে ২৭১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তাবুক থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সরিয়ে নিয়েছে আরও ১৩৭ জনকে।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, সৌদি রাজধানী রিয়াদ ও জেদ্দা শহরে হালকা থেকে মাঝারি বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে।

এসপিএ জানিয়েছে, দুর্যোগে হওয়া ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ