আজকের শিরোনাম :

দুর্নীতিবিরোধী অভিযান সমাপ্তি ঘোষণা সৌদি আরবের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১১:১৩

এক বছর আগে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে সৌদি আরব। বুধবার দেশটির রাজকীয় আদালত এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালের নভেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়। ওই সময় দুই শতাধিক প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীদের আটক করে রাজধানী রিয়াদের রিৎজ-কার্লটন হোটেলে রাখা হয়। সমঝোতার মাধ্যমে ওই সময় আটককৃতদের মুক্তির বিনিময়ে আদায় করা হয় ১০৬ বিলিয়ন মার্কিন ডলার।

রাজকীয় আদালত থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ৮৭ জন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। সমঝোতার মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আটজন দোষ স্বীকারে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের আইনের হাতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ৫৬ জনের ব্যাপারে এখনো কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। কারণ তাদের বিরুদ্ধে এখনো ফৌজাদারি মামলা চলমান আছে।

সমালোচকদের মতে, নিজের ক্ষমতার দাপট দেখাতেই এ অভিযান শুরু করেছিলেন মোহাম্মদ বিন সালমান। যুবরাজের ওই পদক্ষেপের পর দেশটিতে কিছু বিদেশি বিনিয়োগেও অস্থিতিশীলতা দেখা দিয়েছিল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ