আজকের শিরোনাম :

গান্ধীজির হত্যাকারীরা আজ সাধু সেজে বড় বড় কথা বলছে : মমতার বিস্ময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, গান্ধীজির হত্যাকারীরা আজ সাধু সেজে বড় বড় কথা বলছে। তিনি আজ (বুধবার) বীরভূম জেলার রামপুরহাটে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। আজ গান্ধীজির মৃত্যুবার্ষিকী। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজিকে হত্যা করেছিল উগ্রহিন্দুত্ববাদী নাথুরাম গডসে।

মমতা এদিন, কেন্দ্রীয় বিজেপি সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন। কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, ‘শুনে রাখুন, বাংলার মাটি পথ দেখায়। বাংলার মাটি আগেও পথ দেখিয়েছে, আগামীদিনেও পথ দেখাবে জেনে রাখবেন। বাংলা  মাথানত করে না। বাংলা নিজেকে বিকিয়ে দেয় না। বাংলাকে ধমকে লাভ নেই। চমকে লাভ নেই। ভয় দেখিয়ে লাভ নেই। (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআই দেখিয়ে লাভ নেই। আমরা লড়ে নেবো।’

কেন্দ্রীয় বিজেপি নেতারা সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অনুকরণ করার যে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আজ সেইসব  নেতাদের নাম না করে তাঁদেরকে ‘অর্ধ শিক্ষিত’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, আমরা আপনাদের টুকলি করি না। আপনারা আমাদের টুকলি করে কাজটাও ঠিক করে করতে পারেন না।

বাংলায় দুর্গাপুজো ও সরস্বতী পুজোয় প্রতিবন্ধকতার অভিযোগে বিজেপি নেতারা যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে মমতা বলেন, ‘হরিদাস, ক্রীতদাস, কয়েকটা ‘বন্ডেড লেবার’, দাঙ্গাবাজী, গুণ্ডাবাজী  করে সব ক্ষমতায়  এসেছে। বলছে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেয়া হয় না, বাংলায় নাকি সরস্বতী পুজো হয় না! আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলায় এসব পুজো হয়। আর অভিযোগ আপনারা করেছেন তা প্রমাণ করবেন, তানাহলে রাজনীতি ছেড়ে দেবেন। আর আমি প্রমাণ করতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো।’

মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যত রাগ বাংলার ওপরে? গুণ্ডামি দেখাচ্ছেন, মিথ্যে কথা বলছেন, চরিত্রহনন করছেন, বাংলার সংস্কৃতিকে অপমান করছেন, বাংলার পুজোকে অপমান করছেন, বাঙালিতে- বাঙালিতে যুদ্ধ লাগাচ্ছেন। কখনো বলছেন বাংলার লোকেদের তাড়িয়ে দেবো, গায়ের জোর, ক্ষমতার জোর? হাত দিয়ে দেখুন। হাত দিয়ে দেখুন একটা বাংলার লোকের ওপরে। তারপর বুঝবেন। মাথায় রাখবেন কাজটা অত সহজ নয়।’

বাংলায় বিজেপি আগামী লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে বিজেপি শূন্য পাবে বলেও মমতা মন্তব্য করেন। বাংলা সম্পর্কে ভুল ও মিথ্যে ভাষণ দেয়ার অভিযোগে কোনো বিজেপি নেতার নাম না করে তাঁদেরকে ‘লির্লজ্জ’, ‘বেহায়ার দল’ বলেও মমতা মন্তব্য করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ