আজকের শিরোনাম :

আরো ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০০:১২

ইসলামি প্রজাতন্ত্র ইরান আরো কয়েক রকমের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানের ইমাম খোমেনী ঈদগাহে আয়োজিত প্রদর্শনীতে এসব সামরিক সরঞ্জাম উন্মোচন করা হয়।

আজ (বুধবার) উন্মোচিত সামরিক অর্জনের সফলতার মধ্যে রয়েছে কামান-১২ ড্রোন যা ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে উড়তে পারে। এ ড্রোন একটানা আকাশে উড়তে পারে ১০ ঘণ্টা। ড্রোনটি ১০০ কেজি বোমা বহন করতে পারে।

এছাড়া, শাহেদ-১২৯ ও সায়েকে-২ ড্রোন উন্মোচন করা হয়। এর মধ্যে শাহেদ-১২৯ ড্রোন চারটি সাদিদ স্মার্ট বোমা ও সায়েকে-২ ড্রোন চারটি গাইডেড বোমা বহন করতে সক্ষম। এসব ড্রোনের পাশাপাশি আরকিউ-১৭০ এবং মোহাজের-৬ ড্রোন প্রদর্শন করা হয়েছে। মোহাজের ড্রোন কয়েকটি কায়েম ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

ড্রোনের পাশাপাশি ইরানি সামরিক বাহিনী আখগার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০ কিলোমিটার এবং ৬০০ কিলোমিটার বেগে ছুটে চলতে পারে। এছাড়া, প্রথমবারের মতো জাহাজ-বিধ্বংসী শাহীন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ