মেক্সিকোতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৭ | আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৪:১২

মেক্সিকোতে গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে রবিবার নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দৃঢ় অঙ্গীকার করেছে।

তেল চোররা লাইন ফুটো করায় শত শত মানুষ গ্যাসোলিন সংগ্রহ করতে আসে। শুক্রবার রাতের এ বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে।

শনিবার রাতে হিদালগো রাজ্যে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হয়েছে। পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের মৃতদেহ সৎকার শুরু করেছে।

কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী জর্জ আলকোসার বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ৮৫ জন মারা গেছে এবং আরও ৫৮ জন হিদালগোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অন্যদের বিশেষ চিকিৎসার জন্য মেক্সিকো সিটির হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ