আজকের শিরোনাম :

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১২:৪৯

চিলির উত্তর-মধ্যাঞ্চলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোকুইম্বো থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে। ভূমিকম্পটি ৫৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় রবিবার ০১৩২টায় আঘাত হানে। ভালপারাইসো, ও’হাইগিনস, রাজধানী সান্টিয়াগোর আশপাশের অঞ্চল এবং আতাকামা ও কোকুইম্বোর উত্তরে ভূমিকম্পটি অনুভূত হয়।

জাতীয় জরুরি অফিসের কর্মকর্তা রিকার্ডো টোরো বলেন, ভূমিকম্পের ফলে কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ