আজকের শিরোনাম :

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:২৫

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে একটি তুষারঝড় চলাকালে সড়কপথে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার ঝড়টি রাজধানী ওয়াশিংটনের দিকে এগিয়ে যাওয়ার আগে মধ্য পশ্চিমাঞ্চলে ব্যাপক তুষারপাতে হয়।

ঝড়টির কারণে মিজৌরিতে অনেক গাড়িচালক আটকা পড়ে থাকেন, বহু ফ্লাইট বাতিল করা হয়। 

মেক্সিকোতে বৃষ্টি ঝড়িয়ে ঝড়টি শুরু হলেও পরে যুক্তরাষ্ট্রে এসে এটি তুষারঝড়ে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে মধ্য-আটলান্টিক পর্যন্ত দুই হাজার ৯০০ কিলোমিটার এলাকা ঝড়টির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ অ্যান্ড্রু অরিসন জানিয়েছেন, ঝড়টি শুক্রবার কানসাস ও মিজৌরিতে আঘাত হানে এবং পরদিন শনিবারও তাণ্ডব চালায়; এ সময় ঝড়টি আইওয়া, ইলিনয়, ইন্ডিয়ানা ও ওহিওর কয়েকটি অংশে ছড়িয়ে পড়ে। 

ঝড়ের সময় মিজৌরির সেন্ট লুয়িস শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে সবচেয়ে বেশি তুষারপাত হয়। শনিবার এখানে দেড় ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করার সময়ও তা অব্যাহত ছিল বলে জানিয়েছেন অরিসন।

তুষারঝড়ের কারণে সেন্ট লুয়িসের ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর বহু ফ্লাইটের সূচি বাতিল করতে বাধ্য হয়েছে।

ওয়াশিংটনে ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ