আজকের শিরোনাম :

বিতর্কিত নাগরিকত্ব বিল ভারতের লোকসভায় পাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪১

তুমুল বিরোধিতা সত্ত্বেও ভারতের লোকসভায় মঙ্গলবার পাস হলো বিতর্কিত নাগরিকত্ব বিল। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিমরা দেশটির নাগরিকত্ব পাবেন। এতে করে আসামে নাগরিকত্বের তালিকা নিয়ে সৃষ্ট সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ভারতের লোকসভায় আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) পাস হয় বিতর্কিত নাগরিকত্ব বিল। এতে বলা হয়েছে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে সংখ্যালঘুরা যদি নির্যাতন এড়াতে ভারতে আসেন, তবে তাদের নাগরিকত্ব দেয়া হবে। তবে মুসলমানরা নাগরিকত্ব পাবেন না।

সংসদে রাখা বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন এই বিল শুধুমাত্র আসামের জন্য নয় পুরো ভারতের জন্যই কার্যকর হবে।

এই বিলটিকে ভারতের সংবিধান পরিপন্থী বলে এর তুমুল বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বাম ফ্রন্ট এমনকি বিজেপির শরিকরা।

বিলটি পাশের ফলে আসামে তালিকা থেকে বাদ পড়া মুসলমান বাসিন্দাদের জন্য নিজেদের নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন অনেকে।

 

এবিএন/রাজ্জাক/জসিম/আর

এই বিভাগের আরো সংবাদ