আজকের শিরোনাম :

কম্বোডিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় ৭৫ জন অসুস্থ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ২০:১৬

ঢাকা, ২৬ মে, এবিনিউজ : কম্বোডিয়ার পূর্বাঞ্চলীয় ক্রাতি প্রদেশে ডিম, মাংস ও অন্যান্য খাবার পোরা রুটি খেয়ে ৭৫ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের অধিকাংশই শিশু। শনিবার এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

শুক্রবার চিতবোরেই জেলার ত্রাপাইং গ্রামে একটি অনুষ্ঠানে খাদ্যের প্রচারণা চালানোর অংশ হিসেবে বিনামূল্যে সাপের মাংসসহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। তারা ওই খাদ্য খেয়ে বিষক্রিয়ায় আক্রন্ত হয়।

ক্রাতি প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক ছেয়াং সোলুতা বলেন, ‘ওই রুটিতে পোরা খাবার খাওয়ার কয়েক ঘন্টা পরই তাদের পেটে ব্যথা ও বমি হয়। শিশুদের মধ্যে ডায়রিয়া দেখা দেয়।’ তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫৩ জন শিশু। বাসস। 


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ