আজকের শিরোনাম :

স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সিদ্ধান্তের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব স্বাস্থ্য সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ২০:১১

ঢাকা, ২৬ মে, এবিনিউজ : স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত ও নানা ধরনের কমিটি গঠনের মধ্যদিয়ে আজ শনিবার শেষ হলো সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সাত দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলন।

স্থানীয় সময় দুপুরে ওই সংস্থার মহাপরিচালক ড. তেদ্রস আদানম গ্রেভ্রিয়েসেস তাঁর সমাপনী বক্তব্যে আগামীর বিশ্ব স্বাস্থ্যকে সুরক্ষিত দেখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি একাধারে ইউনিভার্সেল হেলথ কাভারেজ, অসংক্রামিত রোগ নিয়ন্ত্রণ, ২০৩০ সালেরর মধ্যে কলেরায় মৃত্যু ৯০ শতাংশ কমিয়ে আনাসহ আরও বেশকিছু ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাস্ট্রগুলোর জোরালো উদ্যোগ আশা করেন।
এর আগে গত ২১ মে শুরু হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার ৭১তম সম্মেলন। জাতিসংঘ্য সদর দপ্তরে এ সম্মেলনের উদ্বোধন করেন সুইজারল্যান্ডের রাষ্ট্্রপতি আ্যঁলা বেরসে।

আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন শেষ হলেও আগামীকাল ও পরশু চলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্য নির্বাহী কমিটির সভা।
এ আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলের সদস্যরা সমাপানী অনুষ্ঠানেও অংশ নেন। প্রতিনিধিদলের সদস্যরা দেশের উদ্দেশ্যেজেনেভা ত্যাগ করেছেন।

সমাপনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাসস’কে বলেন, এই সম্মেলন আশানুরূপভাবেই সফল ও স্বার্থক হয়েছে। কমনওয়েলথ ও প্ল্যানারি অধিবেশনে আমার বক্তব্য প্রসংশিত হয়েছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সাহসী উদ্যোগকে বারবারই বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন,বাংলাদেশের প্রতিনিধিদলের সব সদস্যই বিভিন্ন সেশনে অংশ নিয়ে দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা এই সম্মেলন থেকে গৃহিত সিদ্ধান্ত ও ঘোষণার সঙ্গে একাত্বতা প্রকাশ করে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিয়েই দেশে ফিরে যাচ্ছি। এই সম্মেলনে আমাদের অনেক কিছুই অর্জন হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়াম্যান ডা. দিলীপ রায়, কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক ডা. আবুল হাসেম খান,স্বাস্থ্যমন্ত্রীর সহকারি একান্ত সচিব মীর মোশারফ হোসেন। বাসস। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ