আজকের শিরোনাম :

১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছে ইরান; দ্বিগুণ করার প্রত্যয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ০৮:২৪

ইরানের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ হাসান মুতাওয়াল্লিযাদে বলেছেন, তার দেশ বর্তমানে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রপ্তানি করছে এবং এই পরিমাণ দ্বিগুণ করার সক্ষমতা তেহরানের রয়েছে।

তিনি বার্তা সংস্থা ইসনাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, বর্তমানে বেশিরভাগ বিদ্যুৎ ইরাকে রপ্তানি করা হয় যদিও ইরান এবং পাকিস্তানেও কিছু বিদ্যুৎ নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, স্থলভাগের সঙ্গে যুক্ত সবগুলো প্রতিবেশী দেশের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেছে ইরান। কাজেই সবগুলো দেশ ইরান থেকে বিদ্যুৎ আমদানি করতে চাইলে তাদের চাহিদা পূরণ করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে।

এর আগে ইরানের উপ জ্বালানীমন্ত্রী আলী বাখতিয়ার বলেছিলেন, তার দেশ বিদ্যুৎ রপ্তানি বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ লক্ষ্যে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির দিকে মনযোগ দিয়েছে।  

২০২৫ সাল নাগাদ ইরান বিদ্যুৎ রপ্তানি করে তিন হাজার ৩০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ