আজকের শিরোনাম :

সিরিয়ায় নিজেরদের মধ্যে লড়াইয়ে ৫০০ সন্ত্রাসী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ০০:১৭

সিরিয়ার ইদলিব প্রদেশে নিজেদের মধ্যে লড়াই ছড়িয়ে পরার জেরে পাঁচ শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। এদের অনেককে সংক্ষিপ্ত বিচারের নামে প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আরবিভাষী আল-মায়েদিন টিভি।

গত মঙ্গলবার থেকে নিজেদের মধ্যে এ লড়াইয় শুরু হয়। আলেপ্পো প্রদেশের তুর্কি মদদপুষ্ট এনএফএলের অধিকৃত ব্যাপক এলাকা  আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত হায়াত তাহরির আস-সাম বা এইটিএস দখল করে নেয়ার পর এ লড়াই শুরু হয়। এনএফএলের সঙ্গে সম্পর্কিত নুর আদ-দিন আজ-জেনকির পাঁচ সদস্যকে হত্যা করার মাধ্যমে এইটিএস এ লড়াইয়ের সূচনা করে।

সংঘর্ষ এখন ইদলিব এবং হামা প্রদেশেও ছড়িয়ে পড়েছে। তথাকথিত ফ্রি সিরিয়ান আর্মিসহ তুর্কি মদদপুষ্ট অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও এতে জড়িয়ে পড়ছে।

অন্তত পাঁচশ সন্ত্রাসী নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে তথাকথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর। এদিকে আল-মায়েদিনের খবরে বলা হয়েছে, চোরাগোপ্তা হামলা এবং বন্দিদের হত্যা করার কারণে  নিহতদের সংখ্যা বেড়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ