আজকের শিরোনাম :

ভেঙে দেয়া হয়েছে ইসরাইলি সংসদ; এপ্রিলে আগাম নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৩

দখলদার ইহুদিবাদী ইসরাইলের সংসদ সদস্যদের ভোটে ‘নেসেট’ ভেঙে দেয়া হয়েছে এবং এপ্রিল মাসে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০তম সংসদ ভেঙে দেয়ার পক্ষে ভোট পড়েছে ১০২টি এবং বিপক্ষে ভোট দেন মাত্র দুজন সদস্য।

ভোটাভুটির পর নেসেটের স্পিকার ইউলি-ইয়োয়েল এডেলস্টেইন সংসদে ভেঙে দেয়ার ঘোষণা দেন। তিনি আশা করেন, পরবর্তী সংসদ আরো বেশি স্বচ্ছ ও সফল হবে। এর আগে, সোমবার যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট জানিয়েছিল যে, নেসেট ভেঙে দেয়া হবে এবং ৯ এপ্রিল আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।  

ইসরাইলের সামরিক বাহিনীতে আল্ট্রা-অর্থডক্স ইহুদিদের অন্তর্ভুক্তির বিষয়ে একটি বিল পাস করতে ব্যর্থ হওয়ার পর এ জোট সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেয়।  

নেতানিয়াহু আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি যুদ্ধমন্ত্রী, পররাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অনেকেই মনে করছেন, নেতানিয়াহু নির্বাচনে পাস করলেও তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মারাত্মক সমস্যার মুখে পড়বেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ