আজকের শিরোনাম :

পশ্চিমবঙ্গে বাস-লরি সংঘর্ষে নিহত ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:২৮ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৮

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। 

আজ বুধবার সকালে একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। 

আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রিকশাকে বাঁচাতে গিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। ওই দুঘর্টনার পরই সেখানে পৌঁছায় পুলিশের একটি দল। এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় অন্যান্যগুলো বলছে, বুধবার সকাল ৭টার কিছু পরে বর্ধমান থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল একটি লরি। উল্টোদিক থেকে আসছিল যাত্রীবাহী বাস। ওই বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। পরে লরিতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান বাসের চালক।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ