আজকের শিরোনাম :

ভারতের দীর্ঘতম রেলসেতুর উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসাম রাজ্যে দেশটির দীর্ঘতম রেলরোড বগিবিল সেতুর উদ্বোধন করেছেন। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ রেলসেতু ব্রহ্মপুত্র নদের ওপর ডিব্রুগড় এবং ধেমাচিকে যুক্ত করবে। ১৯৯৭ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ২১ বছর পর এটির নির্মাণ সম্পন্ন হলো। 

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেল ও সড়ক সংযোগকারী এ সেতু ১২০ বছর পর্যন্ত টিকবে।

দ্বিতল এ সেতুর নিচের অংশে দুই লাইনের রেল-ট্র্যাক রয়েছে। ওপরের তলে রয়েছে তিন লেনের রাস্তা, যা দিল্লি ও ডিব্রুগড়ের মধ্যে রেলপথে যাত্রার সময় প্রায় ৩ ঘণ্টা কমিয়ে দেবে।

১৯৯৭ সালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। কিন্তু এটির কাজ শুরু হতে আরও ৫ বছর লেগে যায়। ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির আমলে বগিবিল সেতুর কাজ শুরু হয়। পরে মনমোহন সিংহ সেতুটিকে জাতীয় প্রকল্প ঘোষণা করেন। আর মঙ্গলবার (২৫ ডিসেম্বর) অটল বিহারীর জন্মদিনে সেই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি।

এ সেতু ও দুই পারের সংযোগকারী রাস্তা তৈরিতে ৫ হাজার ৯২০ কোটি রুপি খরচ হয়েছে। যদিও সেতুটি নির্মাণের সময় এর প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৩ হাজার ২০০ কোটি রুপি। সে সময় সেতুটির মোট দৈর্ঘ্য ৪.৩১ কিলোমিটার তৈরির পরিকল্পনা করা হয়েছিল, তবে বর্তমানে এটির দৈর্ঘ্য ৪.৯ কিলোমিটার।

বগিবিল সেতু নির্মাণের ফলে দুর্গম আনজাউ, চাংলাং, লোহিত, দিবাং উপত্যকা, অরুণাচল প্রদেশের তিরাপ এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ