আজকের শিরোনাম :

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ১৩:২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়া থেকে সেনা অপসারনের ঘোষণার একদিন পরই পদত্যাগ করলেন।

ফেব্রুয়ারি মাস থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

সিরিয়া ছাড়াও আফগানিস্তান থেকেও পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সহযোগী দেশসমূহ এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মতবিরোধ চলাকালীন সময়ে পদত্যাগ করলেন জিম ম্যাট্টিস।

অল্পদিনের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলেও জানান ট্রাম্প। অক্টোবরে সিবিএস টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প ম্যাট্টিসের বিদায় সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন।

২০১৭ সালের ২০ জানুয়ারি আমেরিকার ২৬তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান জিম ম্যাটিস। ওয়াশিংটনের রিচল্যান্ডের অধিবাসী ম্যাটিস ১৮ বছর বয়সেই মার্কিন নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক পাসের পর তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হন।

চার দশকের সৈনিক জীবনে জিম ম্যাটিস ইরাক, আফগানিস্তান ছাড়াও বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সন্ধ্যায় আসছে আমজাদ হোসেনের মরদেহ

 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ