আজকের শিরোনাম :

ভারতে বাস খাদে পড়ে নিহত ১৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ১২:১২

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গিয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। 

রবিবারের রাজ্যের উল্টরকাশী জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা ম্যাজিস্ট্রেট আশীষ চৌহানের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করছি চালক বাসটি খুব গতিতে চালাচ্ছিলেন বলে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি ১৫০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ১২ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

চৌহান বলেন, ব্যক্তি মালিকাধীন ওই বাসটি জেলার জানকিছাত্তি থেকে বিকাশনগর যাওয়ার সময় দামতার কাছে খাদে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের করে রিশিকেশের এইমস এবং দেরাদুনের জলি গ্রান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া আরও আটজনকে দেরাদুনে নেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি হাইওয়ে দিয়ে প্রচণ্ড গতিতে আসছিল। দামতার কাছে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গোত্তা খেয়ে পড়ে যায়।

এ বাস দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন।
খবর আনন্দবাজার

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ