আজকের শিরোনাম :

নতুন ‘অত্যাধুনিক’ অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮, ১২:২৫

অত্যাধুনিক প্রযুক্তির নতুন একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উন ওই পরীক্ষা কার্যক্রম পরিদর্শনও করেছেন। 

অস্ত্র কারখানা পরিদর্শনকালে উন বলেছেন, ‘প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির ওপর দলের দৃষ্টি দেওয়ার যথার্থতাই হচ্ছে আজকের এই ফলাফল, যা পুরো অঞ্চলে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বৃদ্ধির আরেকটি প্রদর্শনী এবং আমাদের সামরিক বাহিনীর লড়াই সক্ষমতার যুগান্তকারী পরিবর্তন।’

উত্তর কোরিয়া অবশ্য তাদের নতুন কৌশলগত অস্ত্রের ব্যাপারে কোনো তথ্য জানায়নি। তবে নতুন এ অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে এবং এটি উত্তর কোরিয়াকে ‘ইস্পাতের দেয়ালের মতো সুরক্ষা দেবে’ বলে জানিয়েছে কেসিএনএ।

দক্ষিণ কোরিয়া নতুন এ অত্যাধুনিক অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের মন্তব্য জানা যায়নি।
গত জুনে সিঙ্গাপুরে উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠক হয়েছিল। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং পুরনো শত্রুতা অবসানের একটি ভিত্তিভূমি ছিল ওই বৈঠকটি। পরমাণু কর্মসূচি বন্ধে আরও আলোচনার জন্য আগামী বছরের প্রথম দিকে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা। তবে নতুন করে উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদনের এ খবর দুই দেশের মধ্যকার আলোচনার এ অগ্রগতি ব্যহত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ