আজকের শিরোনাম :

দামেস্কে ‘মেইড ইন সিরিয়া’ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০০:২০

সিরিয়ার রাজধানী দামেস্কে ‘মেইড ইন সিরিয়া’ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, মেলায় স্থানীয় ৭৫টি কোম্পানি অংশ নিয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন এবং শিল্প-প্রতিষ্ঠানগুলোর উৎপাদন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার জন্য ৭৬তম এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রেস টিভি বলছে, ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত সিরিয়ার ১৮ হাজার শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন শুরু করেছে। শিল্প প্রতিষ্ঠানগুলোর এ তৎপরতা সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করে এবং সেই থেকে দেশটি ভয়াবহ যুদ্ধের কবলে রয়েছে। সন্ত্রাসীরা দেশটিতে এত বেশি সহিংসতা চালিয়েছে যে, সেখানে স্বাভাবিক জীবনযাত্রা তো নেই বরং লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। ইরান, রাশিয়া ও হিজবুল্লাহ সিরিয়ার নির্বাচিত সরকারের পাশে রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ