আজকের শিরোনাম :

হামাসের গাইডেড ক্ষেপণাস্ত্রে ইসরাইলের সেনাভর্তি বাস ধ্বংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ০০:০৮

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাত ইহুদিবাদী ইসরাইলের সেনা বহনকারী একটি বাস ধ্বংস হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনাদের আগ্রাসনের জবাবে হামাস এ হামলা চালায়।

হামলা সম্পর্কে হামাস আজ (মঙ্গলবার) একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে- বাসটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করছে এবং তাতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যাচ্ছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে এ ঘটনা ঘটে।

হামাসের সামরিক শাখা ইজ্জেদ্নি আল-কাসসাম ব্রিগেড বলেছে, তারা ট্যাংকবিধ্বংসী একটি করনেট ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি সেনা বহনকারী বাসে হামলা চালায়। ওই বাসে থাকা সব সেনা মারা গেছে বলেও হামাস জানিয়েছে। তবে রয়টার্স বলেছে, হামলায় একজন সেনা আহত হয়েছে।

কাসসাম ব্রিগেড পরিষ্কার করে বলেছে, গত রোববার ইসরাইল গাজায় হামলা চালিয়ে হামাসের যে সাত সদস্যকে হত্যা করেছে তার প্রতিশোধ হিসেবে সেনা বহনকারী বাসে হামলা চালানো হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ