আজকের শিরোনাম :

উ. কোরিয়ার বিরুদ্ধে অবরোধ নিয়ে আলোচনা করবে নিরাপত্তা পরিষদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ১১:৩৭

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাশিয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা বিভিন্ন অবরোধ নিয়ে বৃহস্পতিবার আলোচনা করতে যাচ্ছে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের মুখপাত্র ফায়োদর স্ট্রিজভস্কি বুধবার এ কথা জানায়। 

ওই মুখপাত্র বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী কালের সাধারণ অধিবেশনে রাশিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ নিয়ে আলোচনা করার আবেদন জানিয়েছে।

রাশিয়া ও চীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা জাতিসংঘ নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে শিথিল করার বারবার দাবি জানিয়ে আসছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর গত বছরের ডিসেম্বরে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
খবর তাস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ