আজকের শিরোনাম :

ভারসাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার ডেমোক্র্যাট নেতা পেলোসির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ১১:২৫

মার্কিন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নতুন ‘ভারসাম্য’ প্রতিষ্ঠার ব্যাপারে মঙ্গলবার অঙ্গীকার করেছেন। তার দল রিপাবলিকান দলের সকল কাজের বিরোধিতা করবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। ডেমোক্র্যাট দল কংগ্রেসের নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর তিনি এসব কথা বলেন। 

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাট দলের নিয়ন্ত্রণে আসার পর এক সংবাদ সম্মেলনে পেলোসি বলেন, ‘আজ ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় ট্রাম্প প্রশাসনে সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য পুনরুদ্ধার হলো।’

তবে তিনি এ ব্যাপারেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে ‘ডেমোক্র্যাটিক কংগ্রেস সকলকে একত্র করে সমস্যা সমাধানের জন্য কাজ করবে কারণ সকল দিক থেকে আমাদের মধ্যে যথেষ্ট বিভক্তির সৃষ্টি হয়েছে।’

পেলোসি আরও বলেন, ‘আমেরিকার জনগণ শান্তি চান। তারা ফলাফল দেখতে চান।’
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ