আজকের শিরোনাম :

প্রচণ্ড তুষারপাতে বিদ্যুৎবিহীন কাশ্মীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ১১:১৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর প্রচণ্ড তুষারপাতের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কর্মকর্তারা রবিবার এ কথা জানান।

শনিবার সকালের পর থেকে কাশ্মীরে বিদ্যুৎ নেই। এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।

পাওয়ার ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের (পিডিডি) কর্মকর্তারা বলেছেন, তারা বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা জানান, প্রচণ্ড তুষারপাতে সরবরাহ লাইন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কিছু জায়গায় গাছের কারণেও সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে।

কাশ্মীর বিভাগের অধিকাংশ এলাকা শনিবার অন্ধকারে ডুবে ছিল। বেশ কয়েকটি হাসপাতালেও বিদ্যুৎ সরবরাহ নেই এবং ছাত্রছাত্রীদের মোমের আলোয় তাদের পরীক্ষা দিতে হয়েছে।

২০০৯ সালের পর এই প্রথম কাশ্মীরে নভেম্বরে এ ধরনের তুষারপাত হচ্ছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রচণ্ড তুষারপাতের কারণে তারা বিভিন্ন সড়কে আটকে পড়া ৭ শতাধিক লোককে উদ্ধার করেছেন।

আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ