আজকের শিরোনাম :

ট্রাম্পের কলম্বিয়া সফর স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ১৩:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কলম্বিয়া সফর স্থগিত করেছেন। সেখানে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দাকের সঙ্গে তার বৈঠকের কথা ছিল। 

কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান।

ট্রাম্পের নভেম্বরের ৩০ থেকে ১ ডিসেম্বর জি-২০ বৈঠকে অংশ নিতে বুয়েন্স আয়ার্সে যাওয়ার কথা থাকলেও হোয়াইট হাউস বলছে, তার পক্ষে চলতি মাসের শেষে কলম্বিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি সেখানে যাবেন।

এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ল্যাটিন আমেরিকায় কলম্বিয়া আমাদের সবচেয়ে কাছের অংশীদার এবং উভয়দেশ মাদক বিরোধিতায়, আঞ্চলিক নিরাপত্তা ও অভিন্ন অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সহযোগী।’

উল্লেখ্য, ঐতিহাসিকভাবেই কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উভয়দেশই ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর বামপন্থি শাসকের ঘোর সমালোচক।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ