আজকের শিরোনাম :

ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত লায়ন এয়ার বিমানের ‘ব্ল্যাক বক্স’ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উদ্ধারকারীরা দেশটির বেসরকারি বিমান সংস্থা লায়ন এয়ারের বোয়িং ৭৩৭-ম্যাক্স ৮ মডেলের বিমানের ব্ল্যাক্স বক্সটি ইন্দোনেশিয়ার উপকূলে সমুদ্র তলদেশে খুঁজে পান।

ব্ল্যাক বক্সে বিমানের ফ্লাইটের রেকর্ড থাকে। এর মাধ্যমে জানা যাবে, জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিট পর বিমানটির কী ঘটেছিল।

ব্ল্যাক বক্স উদ্ধারকারী ডুবুরি হেন্দ্রা ইন্দোনেশিয়ার মেট্রো টিভিকে বলেন, ‘আমরা সমুদ্রের তলদেশে কাদার নিচে ব্ল্যাক বক্সটি পেয়েছি।’

তিনি জানান, ব্ল্যাক বক্সটির রং কমলা। এটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

তবে উদ্ধারকৃত ব্ল্যাক বক্সটি কী ফ্লাইটের তথ্য রেকর্ডধারী নাকি ককপিটের ভয়েস রেকর্ডধারী সে বিষয়ে জানাননি পেন্দ্রা। দুটি রেকর্ডই আলাদা ব্ল্যাক বক্সে সংগৃহীত থাকে।

লায়ন এয়ারের জেটি ৬১০ ফ্লাইটে ১৮৯ জন যাত্রী ছিল। সোমবার সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের একটু পর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি জাকার্তা থেকে সুমাত্রার পাংকাল পিনাং যাচ্ছিল।

তবে ব্ল্যাক বক্স পাওয়া গেলেও এখনো বিমানের মূল ‘শরীর’ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ বেঁচে থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।

ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এখনো পর্যন্ত তা জানা যায়নি। যদিও বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে যে, বিমানটির পূর্ববর্তী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিমানটি জাকার্তায় ফিরিয়ে আনার অনুমতি চেয়েছিলেন। তবে এর পরই বিমানটি সাগরে বিধ্বস্ত হয়ে যায়।
খবর বিবিসি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ