আজকের শিরোনাম :

নিখুঁত হামলার জন্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইয়েমেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০০:১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইয়েমেন। বাদ্‌র-পি ওয়ান নামের এ ক্ষেপণাস্ত্র আরো বেশি নিখুঁতভাবে শত্রুর অবস্থানে হামলা করতে পারবে।

সৌদি আরব যখন সব ধরনের মতামত উপেক্ষা করে ইয়েমেনের ওপর বর্বর বিমান হামলা অব্যাহত রেখেছে তখন নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইয়েমেনের হুথি যোদ্ধা সমর্থিত সেনারা।

ইয়েমেনের অপারেশন্স কমান্ড সেন্টারের মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে শনিবার বলেছে, সলিড জ্বালানি-পরিচালিত স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র বাদ্‌র-ওয়ান ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এবং তিন মিটারের মধ্যে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। উপায়হীন হয়ে ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে। হামলার ক্ষেত্রে হুথিরা অনেকটাই ক্ষেপণাস্ত্রের ওপর ভরসা করছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ