আজকের শিরোনাম :

সিরিয়া ইস্যুতে ইস্তাম্বুলে ৪ শীর্ষ নেতার বৈঠক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১৪:০৩

সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তুরস্ক, জার্মানি, রাশিয়া ও ফ্রান্সের শীর্ষ নেতারা তুরস্কের ইস্তাম্বুলে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

বৈঠকের উল্লেখযোগ্য দিক ছিল তুরস্ক, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ নেতারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দাবি থেকে পিছু হটেছেন।

চতুর্পক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চার নেতা বলেছেন, সিরিয়া সরকারের ভবিষ্যৎ নির্ধারণের জন্য দেশটির জনগণকে সুযোগ দেওয়া উচিত।

তুরস্কসহ পশ্চিমা দেশগুলো এর আগে গত সাত বছরে বহুবার সরাসরি আসাদকে ক্ষমতাচ্যুত করার দাবি জানিয়েছে। ইস্তাম্বুলের বৈঠকে সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের জন্য কমিটি গঠন, দেশটির সার্বভৌমত্ব ও রাজনৈতিক অখণ্ডতা রক্ষা করার তাগিদও দেন চার শীর্ষ নেতা।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ