আজকের শিরোনাম :

ইয়েমেনে কারখানায় বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৪৬

ইয়েমেনে সবজি প্যাকেটজাতকরণ কারখানায় বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নিহত হয়েছেন। এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন।

বুধবার দেশটির হোদেইদাহ প্রদেশে হামলাটি হয়।

এ কথা জানিয়েছেন বায়াত আল ফাকিহ শহরের মেডিক্যাল কর্মী ও বাসিন্দারা। 

বিমান থেকে ফেলা বোমাগুলো শহরের আল মাসৌদি এলাকায় একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় আঘাত হানে এবং হতাহতরা সবাই ওই কারখানার কর্মী বলে জানিয়েছেন তারা। 

হুতিদের গণমাধ্যমের প্রতিবেদনে এ হামলায় ১৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে বলা হয়েছে।   

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি আরব সামরিক জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। তার পর থেকে তারা ইয়েমেনের ইরানঘেঁষা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে। এসব হামলায় প্রায়ই বেসামরিকদের প্রাণহানি হলেও এগুলো ইচ্ছাকৃতভাবে করা নয় বলে দাবি করে আসছে সৌদি সামরিক জোট।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি জানিয়েছেন, বায়াত আল ফাকিহের ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা।

জোটটি কখনো কখনো ‘ভুল’ স্বীকার করে যারা বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতিও দিয়ে আসছে। 
খবর রয়টার্স

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ