আজকের শিরোনাম :

মেক্সিকোর দিকে ধেয়ে আসছে হারিকেন উইলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ১৫:৫৬

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন উইলা। রবিবার এটি ক্যাটাগরি-৪ ঝড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। 

মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়। 

মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সতর্ক বার্তায় বলা হয়, ‘অত্যন্ত ভয়ঙ্কর হারিকেন উইলা দ্রুতবেগে আরও শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য তা চরম হুমকি হয়ে উঠছে। মঙ্গলবার নাগাদ এটি দক্ষিণপশ্চিম ও পশ্চিম-মধ্য মেক্সিকোর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে মেক্সিকোর দিকে ধেয়ে আসায় দেশটির সরকার তাদের উপকূলের বিভিন্ন অংশে সতর্কতা জারি করেছে।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ