আজকের শিরোনাম :

নাজরানে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ২৩:১৬

ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সূত্রের বরাত দিয়ে আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক বলেছে, ভাড়াটে সন্ত্রাসীদের সমাবেশে স্বল্প পাল্লার বাদ্‌র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে এ হামলা হয় বলে আল-মাসিরা জানিয়েছে।

ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও জানিয়েছে টেলিভিশন চ্যানেলটি। সূত্রটি বলছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। আল-মাসিরার প্রতিবেদনে বলা হয়েছে- গত মঙ্গলবারও ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের এক সমাবেশে একই ধরনের দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এর আগে, গত ১১ অক্টোবর ইয়েমেনি সেনারা সৌদি আরবের আসির প্রদেশের একটি সেনা ঘাঁটিতে বাদ্‌র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। ওই হামলায় বহু ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়। এছাড়া, বহু সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ