আজকের শিরোনাম :

পাকিস্তানে শিশু জয়নবের হত্যাকারীর ফাঁসি কার্যকর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৯

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ৬ বছরের শিশু জয়নব আমিনকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত ইমরান আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জয়নবের বাবা আমিন আনসারি। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, আজ বুধবার সকালে লাহোরের কোট লাখপাত কারাগারে ইমরানের ফাঁসি কার্যকর করা হয়।

চলতি বছরের ৪ জানুয়ারি পাঞ্জাবের কাসুর শহর থেকে নিখোঁজ হয় শিশু জয়নব। ৫ দিন পর আবর্জনার স্তূপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো পাকিস্তানে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ঝড় ওঠে। জয়নবের হত্যাকারীর বিচারের দাবিতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শামিল হন।

আমিন আনসারি সাংবাদিকদের বলেন, ‘বেঁচে থাকলে জয়নবের বয়স হতো ৭ বছর ২ মাস।’ হত্যাকারীর ফাঁসি কার্যকর করায় দেশটির প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

আনসারি বলেন, ‘খুনি তার কঠিন পরিণতি দেখেছে আজ।’

গত ৪ জানুয়ারি বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় জয়নব। ৯ জানুয়ারি আবর্জনার স্তূপ থেকে জয়নবের লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ জানুয়ারি ইমরান আলীকে শনাক্ত করে পুলিশ এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ইমরান আলীকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী আদালত।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ