জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকী হেইলী পদত্যাগ করেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০০:৩৮

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকী হেইলী পদত্যাগ করেছেন বলে খবরে প্রকাশ। বিস্তারিত খবরাখবরের জন্যে এখন প্রতিক্ষায় রয়েছে সংবাদ মাধ্যম। মঙ্গলবার সকালে ট্রাম্প বলেন, হেইলী তাঁর পদ ছাড়বেন বছরের শেষাশেষি। ইতিমধ্যে Axios বার্তা সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকী হেইলীর পদত্যাগ গ্রহন করেছেন।

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন, হেইলী আবার তাঁর প্রশাসনে ফিরে যাবেন ভিন্ন কোন অবস্থানে- অন্য কোনো ভূমিকায়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে নিযুক্তির আগে হেইলী ছিলেন সাউথ ক্যারোলাইনার গভর্ণর। ঐ পদে তিনি পুননির্বাচিত হন। সাউথ ক্যারোলাইনার গভর্ণর পদে তিনিই ছিলেন প্রথম নারী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ