আজকের শিরোনাম :

হাইতিতে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ১১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১২:৫৮ | আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৪:২০

হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ভূমিকম্পে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার আঘাত করা ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষজন হতাহতের খবর জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ক্যারিবীয় দেশটির পোর্ট-ডি-পেইক্স শহরের ১২ মাইল পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ১১ দশমিক ৭ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পুলিশপ্রধান জ্যাকসন হিলায়ের জানান, পোর্ট-ডি-পেইক্সে শতাধিক আহতসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন।

এদিকে আরও দক্ষিণের শহর গ্রস-মর্নেতে ধসে যাওয়া ভবনের তলে আটকে পড়া এক শিশুসহ অপর ৪ জন নিহত হয় বলে জানান শহরটির মেয়র জেন রেনেল টাইড।

দেশটির বেসামরিক সুরক্ষা এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ওই ভূমিকম্পের পর বেশ কয়েক জন আহত হয়েছেন। এ ছাড়া পোর্ট-দে-পেইক্স, গ্রস-মোর্নে, চানসোলমে ও টার্টল আইল্যান্ডে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হওয়া ভবনগুলোর মধ্যে প্লেইসেন্সে অবস্থিত সেন্ট-মাইকেলের চার্চও রয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, আহত ব্যক্তিদের অধিকাংশেরই আঘাত সামান্য। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স ছাড়া প্রতিবেশী দেশ ডোমিনিকান রিপাবলিকেও অনুভূত হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ