আজকের শিরোনাম :

স্পেনের ব্যস্ত সড়কে ভেড়ার পাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৫:৩০

স্পেনের মাদ্রিদে হয়ে গেল ফিয়েস্তা দ্য লা ত্রাশুমানসিয়া। প্রতিবছরের মতোই ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে যোগ দেন মেষপালকরা। ব্যস্ত সড়কে ভেড়ার পাল দেখতে জড়ো হন বহু মানুষ।

মাদ্রিদের ব্যস্ত সড়কে ঘুরে বেড়াচ্ছে ভেড়ার পাল। গলায় বাঁধা ঘণ্টার ধ্বনিতে আরও জমে উঠছে উৎসব।বহু শতাব্দী ধরেই শীত আসার আগে স্পেনের উত্তরাঞ্চল থেকে আরও দক্ষিণের চারণভূমিতে পাল নিয়ে যায় মেষপালকরা। ক্যাস্টিলা লিওন থেকে এক্সট্রিমাদুরা, এমনকি আন্দালুসিয়া পর্যন্ত হেটে যাচ্ছে ভেড়ার পাল। 
 
এই পথ ব্যবহারে মেষপালকদের অধিকারকে স্বীকৃতি দিতে উৎসবে রূপান্তরিত হয়েছে এই যাত্রা। এখন পথের দুপাশে লাইন ধরে দাঁড়িয়ে উৎসবে অংশ নেন বহু মানুষ।
  
করোনার কারণে গতবছর না হলেও ফিয়েস্তা দ্য লা ত্রাশুমানসিয়া নামের এই উৎসব দেখতে প্রতিবছরই জড়ো হয় অনেক পর্যটক। তারা বলেন, ‘খুব দারুণ, প্রতিবছরই এখানে আসি, এবার আমার সন্তানকে এনেছি। সে খুবই আনন্দ পাচ্ছে।’ 

উৎসবে পুরো সময়ই ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ ও গানে মেতে থাকেন মেষ পালকরা।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ