আজকের শিরোনাম :

মালয়েশিয়ায় ৬ উদ্ধারকর্মীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ১৫:০৩

মালয়েশিয়ার এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে মারা গেছেন ছয় উদ্ধারকর্মী।

গতকাল বুধবার(৩ অক্টোবর ২০১৮) রাত নয়টায় দেশটির সেলানগর রাজ্যের সেপাং জেলার দেংকিল উপজেলার তামান পুতরা পেরদানা’য় একটি অব্যবহৃত খনির জলাশয় থেকে এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে ছয় উদ্ধারকর্মী মারা গেছেন বলে জানিয়েছে মালয়েশিয়ান গণমাধ্যম ‘দ্য স্টার অনলাইন’।

সেলানগর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, বুধবার বিকেলে জলাশয়টিতে পড়ে যাওয়া ১৭ বছর বয়সী কিশোরকে উদ্ধারের অভিযানে অংশগ্রহণকারী ছয় কর্মীকে তীব্র স্রোতে টেনে নেয়।

জানা গেছে, নিখোঁজ কিশোর মাছ ধরার সময় জলাশয়টিতে পড়ে যায়। এসময় তার দুই বন্ধুও মাছ ধরছিল। জলাশয়তে পড়ে যাওয়া বন্ধুকে উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে সাহায্য চায় তারা।

ডিপার্টমেন্টের ডিরেক্টর আজমি ওসমান বলেন, আমরা তাদের বাঁচানোর চেষ্টা করেছিলাম। শেষপর্যন্ত উদ্ধার অভিযানে যোগ দেয় সিপিআর(মালয়েশিয়ার সবচেয়ে বড় পেশাগত প্রাথমিক সহায়তা প্রশিক্ষণ সংস্থা)।

তিনি বলেন, মৃতদের দুইজন শাহ আলম ফায়ার স্টেশন এবং চারজন পোর্ট ক্ল্যাং ফায়ার স্টেশনের কর্মী। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সেরদাং হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ